আজ বাংলায়: সংক্রমণের হার কমায় কলকাতায় বন্ধ হচ্ছে সেফ হোম, জানালেন মেয়র। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে একদিনে করোনায় টানা ১৯ দিন তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে ২ হাজার ৭২৩জন করোনা আক্রান্ত, ৩৫জনের মৃত্যু।কলকাতায় একদিনে ৩২৪জন করোনা আক্রান্ত, ৭জনের মৃত্যু।
'কলকাতায় কোভিড কেস অনেকটাই কমে গিয়েছে। যে সেফ হোমগুলো করা হয়েছিল, তাতেও একজনও রোগী নেই। তাই কাল থেকে সেফ হোমগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।' ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের।
কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্কট এখনও কাটেনি। সন্ধের দিকে রক্তচাপ ওঠানামা করেছে ‘গীতশ্রী’র । সন্ধ্যা মুখোপাধ্যায়কে রাখা হল আইটিইউ সাপোর্ট যুক্ত আইসোলেশন কেবিনে। আগের মতো একইরকম অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে শিল্পীকে।আজ ফের পরীক্ষা করা হলেও এখনও করোনামুক্ত নন ‘গীতশ্রী’।যে চিকিৎসা চলছিল, তাই চলবে, জানানো হল হাসপাতালের তরফে
বাজেটে কলকাতা মেট্রোর জন্য় বাড়ল বরাদ্দ। বরাদ্দ বাড়ল পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলেও। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত প্রকল্পে বরাদ্দ বেড়ে ৩৫০ কোটি। জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পে বারদ্দ অপরিবর্তিত। এবারও বরাদ্দ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। তবে বরাদ্দ কমেছে নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পে। গতবছর বরাদ্দ ছিল ৫২০ কোটি, এবছর ৫০৮ কোটি। পূর্ব রেলের বরাদ্দ ৮০৬ কোটি থেকে বেড়ে হল ৫ হাজার ৪৬০ কোটি। দক্ষিণ পূর্ব রেলে বরাদ্দ ৯০৬ কোটি থেকে বেড়ে হল ৫ হাজার ৬৮১ কোটি।
চিন পাকিস্তান নিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে ভারত। মোদির বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলে সংসদের তীব্র আক্রমণ রাহুল গাঁধীর। পিছু না হটে মোদি জমানাতেই চিনকে জবাব, পাল্টা সংসদীয় মন্ত্রীর।
২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার ভোট নিয়ে কালই বিজ্ঞপ্তি। কাল সকাল ১১ টায় সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট নিয়ে সর্বদল বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। প্রকাশ্য জনসভায় ২৫০ জনের বদলে ৫০০ জনে ছাড়। কাল জেলাশাসক-পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন।
উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণায় অভিযুক্ত উপ পুরপ্রশাসক ও তৃণমূল নেতা আজিজুল ইসলাম গাজি। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।
টোল বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল বর্ধমানের আউসগ্রামে। টোলকর্মীদের বেধড়ক মারধর। হামলার অভিযোগ এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।