আজ বাংলায়: দিল্লির প্রজাতন্ত্র দিবসে নেতাজিকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিলকে ঘিরে চড়ছে পারদ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাতিল নেতাজিকে নিয়ে বাংলার ট্যাবলো। ‘কোন পরিস্থিতিতে এই ট্যাবলো স্থান পেল না তা জানি না। নেতাজির ১২৫ তম জন্মদিবসে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো বাতিলে হতবাক।' প্রতিক্রিয়া নেতাজি কন্যা অনিতা বসুর। এই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া সৌগত রায়, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরির, সুকান্ত মজুমদারের?
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্য়াবলোকে অনুমতি দেওয়ার জন্য় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে ট্যুইট তথাগত রায়ের। স্বাগত জানালেন তৃণমূল সাংসদ। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামেরা।
'ট্যাবলো নিয়ে মোদি সরকার সিদ্ধান্ত নেয় না। ‘বিভিন্ন রাজ্য থেকে ট্যাবলো নিয়ে প্রস্তাব আসে। এক্সপার্ট কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক্সপার্ট কমিটি প্রস্তাবগুলি পরীক্ষা করে দেখে। সময়ের কারণে কিছু প্রস্তাব গৃহীত হয়। ২০২২ সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ৫৬টির মধ্যে ২১টি প্রস্তাব গৃহীত হয়। কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের প্রস্তাব বাতিল করেছে এক্সপার্ট কমিটি। আগে পশ্চিমবঙ্গের অনেক ট্যাবলো প্রস্তাব গৃহীত হয়েছিল। কাউকে অপমান করার জন্য ট্যাবলো বাতিল করা হয়নি’ বাংলার ট্যাবলো বাতিল নিয়ে প্রতিক্রিয়া কেন্দ্রীয় সরকারের।
আসানসোলে তৃণমূল প্রার্থী উৎপল সিংহের সমর্থনে প্রচারে উধাও করোনা বিধি। প্রচারে কাঁচা বাদাম গান-খ্যাত ভুবন বাদ্যকর। স্থানীয়দের উদ্দেশে হরিলুঠের মতো ছুঁড়ে দেওয়া হল বাদামের প্যাকেট। আর তা নিতেই পড়ে যায় হুড়োহুড়ি। কোনও বিধি লঙ্ঘন হয়নি, কিছু অতিউৎসাহীর কাজ হতে পারে, দাবি তৃণমূল প্রার্থীর। নিয়ম শুধু অন্যদের জন্য, পাল্টা কটাক্ষ বিজেপির।
সরকারি জমি থেকে বেআইনিভাবে গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের ভিন্নমত প্রকাশ্যে। পঞ্চায়েত প্রধানের কথাতেই কাটা হয়েছে গাছ, অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির। যা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। আর এনিয়েই কটাক্ষের সুর বিজেপির ।
মাদুলি পরলেই উধাও হয়ে যাবে করোনা। এমনই দাবি করে মাদুলির ব্যবসা ফেঁদে বসেছেন পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এক বাসিন্দা। এসব বুজরুগি ছাড়া কিছুই নয়। দাবি বিজ্ঞান মঞ্চের। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হলদিয়ার মহকুমা শাসক।