শোভন চট্টোপাধ্যায়ের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ফেরাল রাজ্য, তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2019 03:54 PM (IST)
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল। তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার। শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভাইফোঁটার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী শোভনের কাছে জানতে চান, কেন তিনি লেকে হাঁটতে যাচ্ছেন না। জবাবে বৈশাখী বলেন, নিরাপত্তার কারণেই হাঁটতে যেতে পারছেন না শোভন। বৈশাখীর দাবি, এরপরই রাতে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক। সেই মতো গতকাল থেকে শোভনের গোলপার্কের ফ্ল্যাটের সামনে পুলিশ কর্মী মোতায়েন করা হয়।সূত্রের খবর, মন্ত্রী থাকাকালীন যে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শোভন চট্টোপাধ্যায়, সেই নিরাপত্তাই ফেরানো হয়েছে। গত ১৬ অগাস্ট, শোভনের নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য সরকার।