BJP Agitation : বিজেপির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীই জেলা সভাপতি, BJP-র কার্যালয়ে বিক্ষোভ
ABP Ananda | 08 Aug 2023 06:39 PM (IST)
পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীকেই করা হয়েছে জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুরের নব্য়েন্দু নস্কর নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কিন্তু তাঁকেই জেলা সভাপতি করায় ক্ষুব্ধ মথুরাপুরের বিজেপি কর্মী-সমর্থকরা। নব্যেন্দু নস্করকে সরানোর দাবিতে সল্টলেকে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ।