Ananda Live: 'এই দুর্নীতির শেষ দেখা দরকার, কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি বিচারপতির
ABP Ananda | 05 Dec 2022 11:31 PM (IST)
২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। ৯ হাজার ওএমআর শিট বিকৃত। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি, গ্রুপ ডি মামলায় হাইকোর্টে জানাল সিবিআই।
'কাদা সরিয়ে জল স্বচ্ছ করুন। যা সাহায্য লাগবে আদালত করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। কাউকে ছাড়া হবে না'। হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর।