Ananada Sakal 2: তিন হাসপাতালে চলছে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, ঘটনাস্থলে যাচ্ছেন রেলের সেফটি কমিশনার। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আহত হয়েছেন ৪২ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। রাত তিনটে নাগাদ বিকানের এক্সপ্রেসের S10 কামরা থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, উদ্ধারকাজ শেষ, এখন লাইন পরিষ্কারের কাজ চলছে। কুয়াশার মধ্যেই রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে। আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আজই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বেঁকে গেছে রেললাইনের একাংশ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ। কেন দুর্ঘটনায় পড়ল বিকানের এক্সপ্রেস? কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার নেপথ্যে গাফিলতি না, নাশকতা? খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। আজই দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা রেলের সেফটি কমিশনারের।
বৃহস্পতিবার দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের কামরাগুলি ছিল ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি পুরনো কোচ। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে LHB কামরা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কম হতে পারত। কারণ নিরাপত্তার মাপকাঠিতে, সাধারণ কোচের থেকে LHB কোচ অনেকটাই এগিয়ে। যদিও, সব মেল-এক্সপ্রেস ট্রেনে এই কামরা চালু করা যায়নি।
ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। চলছে পুণ্যস্নান। ঘুচেছে দূরত্ববিধি। মুখে নেই মাস্ক। কেন মাস্ক পরেননি? প্রশ্ন করতেই হাজারো যুক্তি দিচ্ছেন পুণ্যার্থীরা। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।
মিলেছে অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সফর কি এখন সময়ের অপেক্ষা? সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।