Bangladesh News: ভারতকেই জঙ্গিদের আখড়া বলে আক্রমণ বাংলাদেশের মৌলবাদীদের

Continues below advertisement

ABP Ananda Live: ইতিহাস ভুলে ভারত শত্রু, বন্ধু এখন পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কট্টরপন্থী নেতার আক্রমণ। যাদের জন্য স্বাধীনতা, তাদেরই আক্রমণে বাংলাদেশের মৌলবাদীরা। ইউনূসের জমানায় পরপর জঙ্গিদের মুক্তি, উল্টে ভারতকেই জঙ্গিদের আখড়া বলে আক্রমণ। 

 

আরও খবর, বিচারের দাবিতে ৪ মাস পার, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ৩ মাস পরে ফের শুনানি। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার স্টেটাস রিপোর্ট পেশ।
সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট পেশ করল CBI। 'আর্থিক দুর্নীতির তদন্তে চার্জশিট পেশ করা হয়েছে'। 'সরকারি পদে থাকা ২জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুতে রাজ্যের অনুমোদন চেয়েও মেলেনি'। '২৭ নভেম্বর আবেদন করা হয়েছে, এখনও অনুমতি দেয়নি রাজ্য সরকার'। প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ CBI-এর আইনজীবীর। অনুমোদনের বিষয়টি দেখুন, রাজ্যকে বললেন দেশের প্রধান বিচারপতি। কোনও আবেদনই করেনি CBI, পাল্টা দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram