Bangladesh: একদিকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, অন্যদিকে লাগাতার আস্ফালন বাংলাদেশের
ABP Ananda Live: বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও শোধরায়নি বাংলাদেশ! ঢাকায় ফের ইসকনের সদস্যর উপর হামলা । ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলা । সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের । মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠনগুলির কাছে প্রতিবাদে সোচ্চার হওয়ার আর্জি । 'বাংলাদেশে যে ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা গভীর উদ্বেগের' । ভিডিও রিপোস্ট করে মন্তব্য রাধারমণ দাসের। বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার যুদ্ধজিগির। ৪ দিনে কলকাতা দখল, বাংলা-বিহার-ওড়িশার দাবির পর এবার সেভেন সিস্টার্স-ও দখলের স্বপ্ন বাংলাদেশের। ত্রিপুরা, অসম, মিজোরাম নাকি দখল করবে বাংলাদেশ ! 'সম্পূর্ণ পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে'। অলীক স্বপ্ন দেখা বাংলাদেশের মৌলবাদীর উস্কানিমূলক বক্তব্য ভাইরাল। ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু ! বাংলাদেশে মৌলবাদের দাপট, পাশে দাঁড়িয়ে ভারতকে পাক-হুঁঁশিয়ারি। 'বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের'। 'কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব'। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি পাক কট্টরপন্থী নেতার ।