আনন্দ সকাল (৩): তৃতীয়াতে শিয়ালদা স্টেশনে এলেন না ঢাকিরা, তবে কি ঢাকের বাদ্যি ডাউনলোড?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 10:25 AM (IST)
ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিত্সকরা জানিয়েছেন, আগের থেকে আরও কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। ধীরে ধীরে কমছে শারীরিক সমস্যা। বারবার চোখ খোলার চেষ্টা করছেন। চেষ্টা করছেন কথা বলার। বেলভিউ সূত্রে খবর, মস্তিষ্কের 'এনসেফ্যালোপ্যাথি'-র গতিরোধ সফল হয়েছে। শুধুমাত্র রাতে অক্সিজেন মাত্রা স্বাভাবিক রাখতে বাইপ্যাপ ব্যবহার করা হচ্ছে। দিনের বেলা তা খুলে ফেলা হচ্ছে। অন্যদিকে, তৃতীয়াতেও শোনা যাচ্ছে না ঢাকের আওয়াজ। শুনশান শিয়ালদা স্টেশন চত্বর। ট্রেন না চলায় আসেননি ঢাকির দল। পাশাপাশি, দুর্গাপুজো আবহ এবং করোনাকালে আলু ও ডিমের দাম বেড়েছিল আগেই। এবার পাশাপাশি দাম বাড়ল ভোজ্য তেলেরও। ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে প্রতি কেজি ডালেরও।