Ananda Sakal: তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত বীরভূম। কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর সংঘর্ষ তুঙ্গে
Ananda Sakal : তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত বীরভূম। কাঁকরতলায় তৃণমূলকর্মীকে হাতুড়ি-রড দিয়ে বুকের পাঁজর-কোমর ভেঙে, পা কুপিয়ে খুন ! কাঁকরতলার পরে নানুর, ফের বীরভূমে কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর সংঘর্ষ। অনুব্রত-অনুগামীর বাড়িতে আগুন। 'পুলিশ দেখছে', প্রতিক্রিয়া অনুব্রতর।
প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ নিহত চিকিৎসকের বাবা-মা
৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।
ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।