Ananda Sakal I: বড়দিনের প্রাক্কালেই বরানগরে আগুন, করোনা আবহে বড়দিনের উৎসব কেমন, দেখে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2020 10:36 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ বড়দিন। তবে করোনা আবহে বড়দিনের আনন্দ আজ অনেকটাই ফিকে। বো ব্যারাকে এবার জাঁকজমক কম। এবছর সারাদিন খোলা থাকছে না সেন্ট পলস ক্যাথিড্রাল। দুপুর ২টোর পর বন্ধ করে দেওয়া হবে চার্চ। অন্যদিকে পার্কস্ট্রিটে যে রাস্তা এই উৎসবের মরসুমে ওয়াক স্ট্রিটে পরিণত হয়, তাও এবছর হবে না বলেই জানা যাচ্ছে। আবার কলকাতার পাশাপাশি চন্দননগরে সেক্রেড হার্ট চার্চে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সকাল সকাল শুরু হয়েছে প্রার্থনা। আবার অন্যদিকে করোনা আবহে পিছিয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আগামী বছর দুটি পরীক্ষাই হবে জুন মাসে। পরীক্ষার দিনক্ষণ নিয়ে বুধবারই জল্পনার অবসান ঘটিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পরীক্ষাসূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১৫ জুন থেকে। পরীক্ষা শেষ হবে ৩০ জুন। প্রতিদিন পরীক্ষা হবে একটি বিষয়ের। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে পরীক্ষা। তার মধ্যে ১৫ মিনিট বরাদ্দ প্রশ্নপত্র পড়ার জন্য।