Morning Top Story: আজ রাজ্যে প্রচারে গৌতম গম্ভীর, ক্রিজে দেবও, দেখুন Ananda Sakal I
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় (Bankura) ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করবেন তৃণমূল নেত্রী। বাঁকুড়ায় ভোটপ্রচারে নামবেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ওন্দায় জনসভা করার কথা রয়েছে তাঁর। আজ জোড়া রোড শো রয়েছে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir)। নন্দীগ্রামে আজ দিনভর কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মোট ৭টি পথসভা করবেন তিনি। পাশাপাশি আজ পুরুলিয়ার রঘুনাথপুর, পারা, বাঘমুন্ডিতে রোড শো রয়েছে তৃণমূল সাংসদ দেবের (Dev)। অন্যদিকে ভোটের মুখে ভাঙড়ে (Bhangar) উদ্ধার বোমা। গতকাল রাতে কাশীপুর থানা (Kashipur Police Station) এলাকার চালতাবেড়িয়ার একটি বাঁশবাগানে অভিযান চালায় পুলিশ। সেই বাঁশবাগানের ভিতর থেকে উদ্ধার হয় ২১টি তাজা বোমা (Fresh Bombs)। কী কারণে ভোটের আগে ওখানে বোমা মজুত ছিল তা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পাশাপাশি ভাঙরে (Bhangar) আব্বাস সিদ্দিকির অনুগামীর বাড়ি পুড়ে ছাই। বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পান আব্বাসের অনুগামীর পরিবারের সদস্যরা। গতকাল আব্বাস সিদ্দিকি এবং বিমান বসু-সহ সংযুক্ত মোর্চার নেতৃত্ব একটি সভা করেন। সেই সভা থেকে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তারপরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) অনুগামীরা। যদিও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি।