Ananda Sakal I: আজ শুভেন্দুর জায়গায় Mamata, কলকাতায় TMC গড়ে Suvendu, সঙ্গে আরও খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2021 11:07 AM (IST)
আজ নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রাজনৈতিক বদলের সাক্ষী এই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান বদলের পরে এই প্রথম নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর একের পর এক আক্রমণের জবাবে আজ কী বলবেন মুখ্যমন্ত্রী, তাই এখন দেখার। বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। দুপুর ১টায় করবেন জনসভা। আবার অন্যদিকে আজ দক্ষিণ কলকাতায় মিছিলের পর সভা করবেন শুভেন্দু অধিকারী। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মিছিল হবে রাসবিহারী মোড় পর্যন্ত। পাশাপাশি ইএম বাইপাসের ধার থেকে উদ্ধার মৃতদেহ। ফুলবাগান থানার অন্তর্গত ইএম বাইপাসের ধার থেকে উদ্ধার হয়েছে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। মৃতের একাধিক জায়গায় মিলেছে রক্তের দাগ। ফুলবাগান থানার পুলিশ পেট্রোলিং করার সময়ে মৃতদেহটি নজরে আসে। অন্যদিকে গতকালের পর আজও তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা। গত কয়েকদিন ধরে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী দুদিন পারদ ফের কিছুটা উঠবে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা।