Ananda Sakal II: ' কৈলাসের ভিডিওতে ছবি বিকৃত নয়ত? আমার বিশ্বাস পুলিশেই', BJP র প্রকাশিত ভিডিও নিয়ে সন্দেহপ্রকাশ Saugata Roy র, সঙ্গে আরও খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBJP কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশ মিথ্যে কথা বলছে, দাবি বিজেপির সাধারণ সম্পাদক Kaliash Vijayvargiya-র। এই দাবির স্বপক্ষে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর ট্যুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশ বন্দুকে গুলি ভরে চালাচ্ছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও অনেক পুলিশ। এই ভিডিও দেখিয়ে কৈলাস বিজয়বর্গীয়ের দাবি, প্যালেট গান ব্যবহারের কথা অস্বীকার করে মিথ্যে কথা বলছে state police। রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৈলাস। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, "বাংলায় পুলিশ কোথাও প্যালেট গান ব্যবহার করে বলে আমি জানি না। উনি কোর্টে গেলে যান, তবে আমার মনে হয় পুলিশ কোনও শটগান ব্যবহার করেনি।" পাশাপাশি তাঁর বক্তব্য, 'বিকৃত হতে পারে ছবি, আমার বিশ্বাস পুলিশেই'। অন্যদিকে তৃণমূল সংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে নিন্দার ঝড়। মন্তব্যের প্রতিবাদ করেছেন বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ অনেকেই। যদিও মহুয়া তাঁর নিজের মন্তব্যে অনড়।