দেখা হল, কিন্তু সমঝোতা হল না! মান ভাঙাতে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সঙ্গে আরও খবর, দেখুন Ananda Sakal II
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবারের পর মঙ্গলবার। বাঁকুড়ায় আদিবাসী পরিবারে অমিত শাহের মধ্যাহ্নভোজ নিয়ে ফের আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। গত ৫ নভেম্বর বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদা-র বাড়িতে খাবার খান Union Home Minister Amit Shah। আর তা নিয়েই মঙ্গলবার ফের কটাক্ষ ছুঁড়ে দেন মমতা। ‘ওরা রাজনীতি করতে এসেছিল, খেয়ে পালিয়েছে’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। তিনি জানান, বিভীষণ হাঁসদা-র মেয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে বছর ঘুরলেই Assembly Election। তার আগে জেলায় জেলায় TMC-র বেশ কিছু বিধায়কের গলায় ক্ষোভের সুর। শুরু হয়েছে মানভঞ্জনের চেষ্টা। মঙ্গলবার Cooch Behar দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়ি যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা হেভিওয়েট TMC নেতা রবীন্দ্রনাথ ঘোষ। দুজনের দেখা হয়, কথা হয়। কিন্তু হল না সমঝোতা। নিজের বক্তব্যেই স্থির থাকলেন মিহির গোস্বামী।