Ananda Sakal III: গরুপাচার কাণ্ডে ব্যবসায়ীর বিরুদ্ধে লুকআউট নোটিস, রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2020 11:56 AM (IST)
আজ সকাল থেকেই গরু পাচার-কাণ্ডে (Cattle Smuggling) ম্যারাথন সিবিআই (CBI) তল্লাশি চলছে ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে এই তল্লাশি চলছে। জানা গিয়েছে, প্রভাবশালীদের টাকা পাঠাতেন বিনয় মিশ্র। তাঁর খোঁজ না মেলায় লুকআউট নোটিস জারি হয়েছে, যাতে তিনি বিদেশে পালাতে না পারেন। তৃণমূল যুব কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে বার বার এই বিনয় মিশ্রের নাম উঠে এসেছে। অন্যদিকে রাজ্যপালের (Jagdeep Dhankar) সঙ্গে তৃণমূলের সংঘাতের আঁচ পৌঁছাল দিল্লির রাইসিনা হিলসে। জগদীপ ধনকড়ের অপসারণের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে (Ramnath Kovind) স্মারকলিপি জমা দিল তৃণমূলের সংসদীয় দল। পাশাপাশি ১ জানুয়ারি থেকে রাজ্যের টোল বাধ্যতামূলক প্লাজায় ফাস্ট্যাগ। রাজ্যের ২৫টি জাতীয় সড়কে রয়েছে টোল গেট। বিশেষ যন্ত্রের মাধ্যমে কেটে নেওয়া যাবে টোল ট্যাক্স। এই প্রক্রিয়া ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পেরই একটি অংশ। গাড়ির উইন্ডস্ক্রিনে লাগানো থাকবে ফাস্ট্যাগের স্টিকার। ফাস্ট্যাগ ছাড়া পেরোতে চাইলে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স।