Ananda Sakal III: আন্দোলনের আঁচ উস্কে ফের গাজিপুর সীমান্তে জড়ো হচ্ছেন কৃষকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2021 11:49 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গাজিপুর সীমানায় ফের আসছেন কৃষকরা। ফের উস্কে উঠল কৃষক আন্দোলনের আঁচ। এদিকে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার (Red Fort) বুকে যা ঘটেছে তার চরম নিন্দায় সরব গোটা দেশ। কিন্তু এই লজ্জাজনক ঘটনার নেপথ্যে কারা? কৃষক সংগঠনগুলো? নাকি বিজেপির মদতে পঞ্জাবের অভিনেতা দীপ সিধুর উস্কানিতেই ভারতীয় গণতন্ত্রের বুকে এই কালো অধ্যায় রচিত হল? এই নিয়ে সরগরম রাজনীতি। আর এই প্রেক্ষাপটে মোদি সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ বিধানসভা (Vidhan Sabha)। প্রস্তাবের বিরোধিতায় ওয়াক আউট করল বিজেপি। যদিও শেষ অবধি পাস হয়ে গেল কৃষি আইন বিরোধী প্রস্তাব।
অন্যদিকে চন্দ্রকোনায় বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা।
ঠাকুরনগরে অমিত শাহের (Amit Shah) সভার আগে মমতার (Mamata Banerjee) সমর্থনে পোস্টার। মতুয়াদের জন্য মমতা কী করেছেন তার বিবরণ দেওয়া হয়েছে পোস্টারে।
অন্যদিকে চন্দ্রকোনায় বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা।
ঠাকুরনগরে অমিত শাহের (Amit Shah) সভার আগে মমতার (Mamata Banerjee) সমর্থনে পোস্টার। মতুয়াদের জন্য মমতা কী করেছেন তার বিবরণ দেওয়া হয়েছে পোস্টারে।