Ananda Sakal III: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ব্যাপক রদবদল, বাজেট নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 11:51 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পরনে সাদা লাল পাড় শাড়ি। আলগা করে বাঁধা চুল। কপালে ছোট্ট লাল টিপ। বাজেট পড়া শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে। সামনেই বাংলায় বিধানসভা ভোট। তাই কি এই সাজে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে? বাজেটে সড়ক উন্নয়নের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভোটের আগে রাস্তা তৈরির জন্য বরাদ্দ নিয়ে কটাক্ষের সুর তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) গলায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে নরেন্দ্র মোদির (Narendra Modi) দাবি, এবারের বাজেটের প্রাণকেন্দ্রে রয়েছেন কৃষকরা। মোদি সরকারকে শুরু থেকেই 'স্যুট বুটের সরকার' বলে আক্রমণাত্মক রাহুল গাঁধী, বাজেট পেশের পর ট্যুইট করে বলেছেন, "আম জনতার হাতে টাকা আসবে এমন ভাবনা ভুলে যান। মোদি সরকার তাঁদের পুঁজিপতি বন্ধুদের হাতে ভারতের সম্পদ তুলে দেওয়ার পরিকল্পনা করেছে।" কটাক্ষের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলাতেও। এদিকে ইঙ্গিত ছিল আগেই। এবার ভোটের আগে রাজ্যের State Election Office দফতরে ব্যাপক রদবদল করা হল। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একসঙ্গে সরানো হল অতিরিক্ত Chief Election Officer (CEO), যুগ্ম CEO এবং ডেপুটি CEO-কে।