আনন্দ সকাল (১): বাগনানে বিজেপির বনধে অরাজকতা এড়াতে মোতায়েন পুলিশবাহিনী-র্যাফ, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলীয় নেতাকে খুনের অভিযোগে ১২ ঘণ্টার বাগনান বন্ধের ডাক বিজেপির। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগনানে নামানো হয়েছে প্রচুর পুলিশ। মোতায়েন র্যাফ, জলকামান। রয়েছেন হাওড়া গ্রামীণের পদস্থ পুলিশ কর্তারা। অধিকাংশ দোকান এদিন খোলেনি। ৬ নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। বন্ধের বিরোধিতায় সকালে পথে নামে তৃণমূল। বাগনান স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। গুলিবিদ্ধ বিজেপি নেতা কিঙ্কর মাজির মৃত্যু ঘিরে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে বাগনান। দফায় দফায় হয় অবরোধ। মূল অভিযুক্তর বাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে তার বাড়ির সামনে পুলিশি প্রহরা বসেছে। অন্যদিকে আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে থমথমে উত্তর ২৪ পরগনার শ্যামনগর। বিজেপির অভিযোগ, খুনের নেপথ্যে তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকদলের। অষ্টমীর রাতেই আক্রান্ত হন মিলন হালদার নামের ওই বিজেপি কর্মী, অভিযোগ পরিবারের।