Ananda Sakal (Seg 1): পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত, পরিকল্পনা করেই খুন, জানাল অভিযুক্ত । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরী। পুলিশ সূত্রের খবর, জেরা চলাকালীন হাসতেই হাসতেই ওই যুবক জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ছক কষে। ভরসন্ধেয় ওই এলাকায় লোকজন থাকে জেনেই সকলকে ভয় দেখাতে এনেছিল খেলনা বন্দুক। পুলিশের দাবি, শনিবার থেকে বহরমপুরে ঘাঁটি গেড়েছিল সুশান্ত। এই সময়ে সে কোথায় ছিল, এই কাজে কেউ মদত দিয়েছিল কিনা, জানতে চাওয়ার পাশাপাশি, খেলনা বন্দুক ও ছুরি কোথা থেকে জোগাড় করেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।
নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। বাড়ি থেকে উদ্ধার হয় গৃহকর্তা ও তাঁর স্ত্রীর মৃতদেহ। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মেয়ে। কোন আক্রোশে কে খুন করল? তদন্ত শুরু করেছে পুলিশ।