ABP News

Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় রেল এবং পুলিশি ব্যর্থতাকে দায়ী করছেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি

Continues below advertisement

ABP Ananda LIVE : 'পদপিষ্টের ঘটনার পরেও কড়া নয় পুলিশব্যবস্থা। যাদের রিসার্ভেশন ছিল তারা বাইরে আর যাদের রিসার্ভেশন ছিল না তারা ট্রেনের কামরার ভিতরে। চরম অব্যবস্থা রেলের তরফে', আক্রমণ কংগ্রেস মুখপাত্র রশিদ আলভির। 

 

বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, ৩০ দিনের জন্য সাসপেন্ড আরও ৩ বিজেপি বিধায়ক

বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে । সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও। আগামী ১ মাস তাঁরা বিধানসভায় আসতে পারবেন না।   

'রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল' এই অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা।  মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram