Ananda Sakal (Seg 1): চলে তিন রাউন্ড গুলি, বাঁশদ্রোণীতে গুলিকাণ্ডে পুলিশের হাতে নতুন তথ্য।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেহরক্ষী ও পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙড়ের তৃণমূল নেতার এক মহিলাকে গুলি করে খুনের হুমকি। ভাইরাল ভিডিও ক্লিপ। আর তাই নিয়েই তুঙ্গে বিতর্ক। অভিযুক্ত শাহজাহান মোল্লা ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। ভাইরাল ভিডিও ক্লিপের সত্যতা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারের গুলিকাণ্ডে পুলিশের হাতে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, তিন রাউন্ড গুলি চলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রোমোটার মলয় দত্তর হাত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় তাঁর ঘনিষ্ঠ শম্ভু সর্দার। পুলিশের দাবি, দুই প্রোমোটারের কারও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল না। প্রায় ৫-৭ মিনিটের মধ্যে গোটা ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গুলি চলার সময় দুই প্রোমোটার মলয় দত্ত ও বিশ্বনাথ সিংহ ছাড়া ধৃত তিনজনও ঘটনাস্থলে হাজির ছিল। এর মধ্যে শম্ভু ছিল মলয় দত্তর পক্ষে। বাকি দু’জন অরিজিৎ পোদ্দার ওরফে সানি ও শেখ শাহিদ ওরফে ভিকি ছিল বাচ্চা সিংহের লোক। মূলত জমি দখলকে কেন্দ্র করেই দুই প্রোমোটারের মধ্যে বিবাদ, তার জেরেই গুলি-পাল্টা গুলি চলে বলে পুলিশের অনুমান। এদিকে, বাঁশদ্রোণীকাণ্ডে তদন্তে নেমে মলয়-ঘনিষ্ঠ আরও ৫ জনকে পুলিশ অন্য একটি মামলায় গ্রেফতার করেছে।