Ananda Sakal (Seg 1): সিবিআই-হাজিরার নির্দেশ, কলকাতায় আসার মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েন পরেশ অধিকারী ?।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কুল সার্ভিস কমিশনে, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগে দুর্নীতির মামলায়, বেনজির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশের নিয়োগে দুর্নীতির মামলাতেও মঙ্গলবারই সিট তৈরি করে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত।
পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছলেও, দেখা মিলল না মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের কাছে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল কোচবিহারের মেখলিগঞ্জের বাড়ি থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পদাতিক এক্সপ্রেসে চড়েন সকন্যা মন্ত্রী। আজ সকাল ৬টা ৪৫-এ শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় পদাতিক এক্সপ্রেস। ট্রেন অ্যাটেন্ড্যান্ট জানান, H1 কামরার নম্বর C কুপে ছিলেন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। কিন্তু মাঝপথে তাঁরা ট্রেন থেকে নেমে যান বলে ট্রেন অ্যাটেন্ড্যান্টের দাবি।