Bangladesh Live: 'বিশ্বের হিন্দুর এক হওয়ার সময় এসেছে',হিন্দুদের উপর আক্রমণ প্রসঙ্গে ফের সরব শুভেন্দু

Continues below advertisement

Suvendu Adhikari: 'বিশ্বের হিন্দুর এক হওয়ার সময় এসেছে', হিন্দুদের উপর আক্রমণ প্রসঙ্গে ফের সরব শুভেন্দু। মুখ্যমন্ত্রী এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। ৭০ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে', বললেন শুভেন্দু। 

আরও খবর, চারমাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন চিকিৎসক অভীক দে-র। প্রতিবাদে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর অবস্থান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। ত্রিপল টাঙানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডা হয় বিক্ষোভকারী চিকিৎসকদের। পুলিশ ত্রিপল খুলে নিতে বলায় আপত্তি জানান চিকিৎসকরা। ধর্না-অবস্থানে যোগ দেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, তমোনাশ চৌধুরী, দেবাশিস হালদাররা।  

চারমাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন চিকিৎসক অভীক দে-র। প্রতিবাদে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর অবস্থান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। ত্রিপল টাঙানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডা হয় বিক্ষোভকারী চিকিৎসকদের। পুলিশ ত্রিপল খুলে নিতে বলায় আপত্তি জানান চিকিৎসকরা। ধর্না-অবস্থানে যোগ দেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, তমোনাশ চৌধুরী, দেবাশিস হালদাররা।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram