আনন্দ সকাল (Seg 1):পাঁচদিন কেটে গেলেও ধরা পড়েনি রয়্যাল বেঙ্গল, বাড়ছে আতঙ্ক। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলেই রয়েছে রয়্যাল বেঙ্গল। তবে পাঁচদিন পরেও তাকে খাঁচাবন্দি করা যায়নি। গতকাল রাতে জঙ্গলে লাগানো জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে বাঘ। আশেপাশে আঁচড়ানোর দাগও মিলেছে বলে বন দফতরের কর্মীরা জানিয়েছেন। গতকাল গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ। এখনও পর্যন্ত বাঘ খাঁচাবন্দি না হওয়ায় আতঙ্কে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা।
বিজেপির অন্দরে অসন্তোষ অব্যহত। নতুন কমিটি নিয়ে অব্যহত অসন্তোষ। বিজেপির অস্বস্তি বাড়িয়ে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার চার বিধায়ক। নতুন জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত দাবি ইন্দাসের বিদ্রোহী বিধায়কের। তবে এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল।
ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাবাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। দিনহাটার হোপদহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।