আনন্দ সকাল (Seg 2): সিঁথিতে রামলীলা ময়দানে আগুন, ছড়াল আতঙ্ক | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিঁথির (Sinthi) রামলীলা বাগানে আগুন। ভোরবেলা দুটি বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল। আগুন লাগার পর আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগায় ঘিঞ্জি জনবসতিতে আতঙ্ক।
প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ (Pt. Birju Maharaj)। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কত্থক-গুরুর। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে নাতি-নাতনিদের সঙ্গে বসে অন্ত্যাক্ষরী খেলছিলেন বিরজু মহারাজ। সংজ্ঞাহীন হয়ে পড়ায়, দিল্লির (Delhi) সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কত্থক-সম্রাটের।১৯৩৮-এর ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্ম। আসল নাম ব্রিজমোহন মিশ্র। কত্থক নৃত্যে লখনউ ঘরানার শিল্পী পরিচিত হয়ে ওঠেন পণ্ডিত বিরজু মহারাজ নামে। তাঁর বাবা ও গুরু অচ্ছন মহারাজ, দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজও প্রখ্যাত কত্থক-শিল্পী।
১৯৮৩ সালে পদ্মবিভূষণ পান বিরজু মহারাজ। পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ও কালীদাস সম্মান। বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফির জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান বিরজু মহারাজ। 'শতরঞ্জ কে খিলাড়ি' ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। বলিউডে দেবদাস, বাজিরাও মাস্তানি, উমরাওজানের মতো ছবিতে বিরজু মহারাজের কোরিওগ্রাফি নজর কাড়ে।
প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaonli Mitra)। গতকাল বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী, সবার অগোচরে হয় শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। শেষ ইচ্ছায় মিলে গেলেন বাবা-মেয়ে। বাবা শম্ভু মিত্রের মতো আড়ালে, অনাড়ম্বরে শেষকৃত্য সম্পন্ন হল মেয়েরও। তারপরই প্রকাশ্যে এল তাঁর মৃত্যুর খবর। সেই সঙ্গে প্রকাশ্যে আসে শাঁওলি মিত্রর (Shaonli Mitra) ইচ্ছাপত্র। বাবার (Sambhu Mitra) অন্তিম ইচ্ছাপত্রেরই প্রতিধ্বনি সেখানে।বহুদিনের সহকর্মী ও সুহৃদ হিসেবে মনের মণিকোঠায় থাকবেন, শোকবার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।