Bangladesh: ওপারে চলছে নৈরাজ্য, এপারে উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ । পুলিশের জালে আরও অনুপ্রবেশকারী | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: ভারতের উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ । সীমান্ত পেরোনোর ভিড়ে মিশে যাচ্ছে জঙ্গিরাও । ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গিতে অভিযান BSF-এর। পাকড়াও করা হয় কামাল হোসেন, শাহাদাত আলি ও হজরত আলি নামে ৩ জনকে। ধৃত তিন জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলায়। পরে এদের গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। বহরমপুর আদালতে তোলা হলে ধৃত ৩ বাংলাদেশির চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
আরও খবর..
বিদ্বেষের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যা। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় জানা গেছে, এদের মধ্যে অনেকেই আগে বাংলাদেশে গুরু, চাল পাচার করত। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়তেই এরা মানবপাচারকারী হয়ে উঠেছে। একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়। প্যাকেজ সিস্টেমে হচ্ছে পুরো কাজ। লক্ষ লক্ষ টাকার প্যাকেজের মাধ্যমে চলছে অনুপ্রবেশ। পুরোটাই সামলাচ্ছে সিন্ডিকেট। হাঁসখালির রামনগর, ওমরপুর, বড় সুপুরিয়া, ছোট সুপুরিয়া কাজ করছে নেটওয়ার্ক। কোনও ব্যক্তি ওপার থেকে এপারে কীভাবে আসবে, কোথায় থাকবে, কীভাবে ভারতীয় পরিচয়পত্র পাবে, নির্দিষ্ট পদ্ধিতিতে সব ব্যবস্থা করা হচ্ছে। ওপার থেকে এপারে আসার পর নিজেদের বাড়ি সহ বেশ কিছু জায়গায় আশ্রয় দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। অনুপ্রবেশকারীদরে নকল বাবা-মাও সাজছে তারা। এইভাবে জোগাড় হচ্ছে অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র। অনেক ধৃতের পরিবারের দাবি, চাল ও গরুপাচারের সঙ্গে জড়িত ছিল ধৃতরা। এরা সকলেই এখন মানবপাচারকারী বলে দাবি পুলিশের।