Ananda Sakal (Seg 3): বউবাজারে ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িকে ভেঙে ফেলার সিদ্ধান্ত, অসহায় বাসিন্দারা।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২৯ এর পুনরাবৃত্তি হল ২০২২ এ। আড়াই বছর আগের দুঃস্বপ্ন আবারও ফিরে এসেছে মানুষের জীবনে। বউবাজারের দুর্গা পিটুরি লেনের একাধিক বাড়িতে ফের ফাটল ধরে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি। এই সমস্ত বাড়ির মানুষগুলিকে অন্যত্র সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু হবে। কেএমআরসিএল সূত্রে খবর আংশিক ভাঙার পর যদি দেখা যায় বাড়ির বাকি অংশ নিরাপদ, তাহলে সেই অংশটি আর ভাঙা হবে না। এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরামর্শ নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও।
স্থানীয়রা জানিয়েছেন, থাকার জন্য আমার কাছে কোনও জায়গা নেই। কোনও ভাড়া বাড়িও নেই। হঠাৎ করেই জানিয়েছে ভাঙা হবে।
মাত্র আড়াই বছরের ব্যবধানে দুবার বিপর্যয়। বউবাজারে একই জায়গায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণে বাববার বিপত্তি। ২০১৯-এর পর এবার দুর্গাপিটুরি লেনে পরপর বাড়িতে ফাটল। রাতারাতি ঘরছাড়া বহু পরিবার। ভিটে ছেড়ে হোটেলে ঠাঁই নিতে বাধ্য হয়েছেন ১৪১ জন। পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন বারবার একই জায়গায় ঘটছে বিপত্তি? এই বিপত্তির দায় কার?