Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল (Seg 3): ডাবল ডোজের পরেও তৃতীয়বার করোনা! বাড়ছে উদ্বেগ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডবল ডোজ ভ্যাকসিনের পরেও দ্বিতীয়বার এমনকি তৃতীয়বার করোনা (Corona) আক্রান্ত হচ্ছেন অনেকে। কারোর কারোর অবস্থা তো এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে।
ক্রমাগত চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের থেকে করোনার তৃতীয় ঢেউয়ে বদলে গেছে অনেক উপসর্গ। আগামিদিনে কি অপেক্ষা করে রয়েছে জানে না কেউ। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) সদর হাসপাতালে করোনার থাবা, আক্রান্ত ডেপুটি সুপার অনির্বাণ ঘোষাল-সহ ৫ জন নার্স। হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন, আরও কয়েকজনের উপসর্গ থাকায় নমুনা পাঠানো হয়েছে। চিকিৎসা পরিষেবা সচল রাখতে আজ থেকেই ৩২ জন অস্থায়ী নার্স নিয়োগ করা হচ্ছে।
করোনাকালে হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলা উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এনিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ।