Ananda Sakal (Seg-3): টালা প্রত্যয়ে দোলের সাথেই শারদোৎসব ।Dol Purnima 2022
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2022 03:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর...বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোত্সব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোত্সব পালন। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
উত্তর কলকাতা মানেই প্রাচীনের সঙ্গে নবীনের মেলবন্ধন। সরু গলি, পুরনো বাড়ি। সযত্নে বাঁচিয়ে রাখা পাড়া কালচার। রঙের উত্সবে সামিল আট থেকে আশি। টালা প্রত্যয়ে দোলের দিনই শারদোত্সবের সূচনা হয়। ঢাকের তালে ধুনুচি নাচে পা মেলানোর পাশাপাশি চলে আবির খেলা।