Ananda Sakal (Seg 3): টোটো টালকদের 'বাধা', নন্দীগ্রামের টেঙ্গুয়াতে পথ অবরোধ BJP কর্মী সমর্থকদের।Bangla News
abp ananda
Updated at:
28 Feb 2022 12:53 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনন্দীগ্রামের টেঙ্গুয়াতে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। টোটো টালকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম চণ্ডীপুর রুটের সমস্ত বাস ট্রেকার বন্ধ রয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) উপস্থিতিতে বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ডের সামনে বিজেপি কর্মী সমর্থকদের পিকেটিং। বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে নেই বেসরকারি বাসসহ অন্যান্য গাড়ি।