Bangladesh News: অসমে ধৃত ABT জঙ্গি শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP ANANDA LIVE: অসমে ধৃত ABT জঙ্গি শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ? উদ্ধার ৪ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত JMB জঙ্গি নাজিবুল্লা হাক্কানির লেখা বই। মাদ্রাসার আড়ালে চলত মগজধোলাই?  আরও ১ জঙ্গির বঙ্গ-যোগ? 

আরও খবর...

খানাকুলে এবার বাংলা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত  বিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্য়া। ঘটনায় কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। এতদিন শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে কড়া আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপি-কে। এবার তাদের নেত্রীর বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার। ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে লালবাজারের দাবি। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram