আনন্দ সকাল (Seg 4): গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্ত পৌনে তিন লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৩১৪ জনের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) রাজপথে দেখা নাও যেতে পারে বাংলার ট্যাবলো। রাজ্য সরকার সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ট্যাবলোর প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। তবে, এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
তৃতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্ত পৌনে তিন লক্ষ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্ত ২ লক্ষ ৭১ হাজার ২০২। গত ৭ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ। গতকাল দৈনিক আক্রান্ত ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের। গতকাল দেশে দৈনিক মৃত্য়ুর সংখ্য়া ছিল ৪০২। গতকালের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল ২৮.১৭ শতাংশ।দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট সামান্য কমে হল ১৬ দশমিক ২৮ শতাংশ। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৪৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৭০২ জন। গতকালের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল ২৮ দশমিক ১৭ শতাংশ।
কলকাতায় (Kolkata) করোনায় ভয়ঙ্কর আগ্রাসন। সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোনে (Containment Zone) পুলিশের নজরদারি। খুব দরকারি কাজ ছাড়া ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দিলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার। পুলিশের সাহায্যে নয়, শহরবাসীকে বুঝিয়েই করোনা সচেতনতা বাড়ানো হবে, জানিয়েছেন মেয়র (Firhad Hakim)।