RG Kar Update: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল CBI-এর
ABP Ananda Live: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল CBI-এর। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সর্বোচ্চ শাস্তির সওয়াল 'অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে'। 'এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ'। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক'। আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন CBI-এর।
আরও খবর, মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার মোট ৪, উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এর মধ্য়ে ২ জন বিহারের এবং ২ জন ইংরেজবাজারের বাসিন্দা। ধৃত বিহারের ২ বাসিন্দা সুপারি কিলারের কাজ করেছেন। পাশাপাশি ঘটনায় সন্দেহভাজন একজন ফেরার রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ছিল দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে খুনের আগে রেকি করা হয়, নজর রাখা হয় তাঁর গতিবিধি ওপর। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া ২ ব্য়ক্তি সুপারি কিলার।