Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল (Seg 4): উদ্বেগ বাড়িয়ে দেশের ১৯ রাজ্যে ছড়াল ওমিক্রন সংক্রমণ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ থেকে ফের নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। এবার মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশে ওমিক্রন আক্রান্তের হদিশ। এই নিয়ে দেশের ১৯টি রাজ্যে ছড়াল সংক্রমণ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। সিডনির বাসিন্দা ৮০ বছরের ওউ রোগীর করোনার দুটি টিকা নেওয়া ছিল বলে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট টিমের দুই সাপোর্ট স্টাফ। তাঁদের পরিবারের দুই সদস্যও আক্রান্ত, জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
নতুন বছরের গোড়াতেই দেশে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার ভ্যাকসিনেশন। এই মুহূর্তে, কোভ্যাক্সিন ও জাইকভ ডি দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়পত্র। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি চিকিত্সকরা। তবে দাবি উঠছে, ১৫ বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিনেশনেরও।
দেশে স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের প্রিকশন ডোজ দেওয়া হবে ১০ জানুয়ারি থেকে। কিন্তু, কোন ভ্যাকসিন দেওয়া হবে, তা স্পষ্ট করার দাবি তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। পাশাপাশি কোমরবিডিটিযুক্ত ষাটোর্ধ্বদের এই ডোজ দেওয়ার কথা ঘোষণা করা হলেও, চিকিৎসকদের একাংশের মতে সব ষাটোর্ধ্বকেই তা দেওয়া উচিত।
উদ্বেগ বাড়িয়ে বাংলায় হানা দিয়েছে ওমিক্রন। বিদেশ না গিয়েও, মেডিক্যাল পড়ুয়ার ধরা পড়েছে করোনার নতুন স্ট্রেন। এই প্রেক্ষাপটে করোনা বিধি মানা দূরের কথা, বড়দিনে বাঁধ ভাঙা ভিড়ের ছবি ধরা পড়েছে কলকাতায়। জেলাতেও দেখা গিয়েছে অসচেতনার ছবি। নাগরিকদের একাংশের মনোভাব নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।
বড়দিন কাটতেই ফের হাওয়া বদল। বাড়ল কলকাতার তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তুষারপাতের জেরে নাথুলায় আটকে পড়া হাজারের বেশি পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা।