CM Mamata Banerjee: 'সরকার যা সাহায্য করার করবে', বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মন্তব্য মুখ্যমন্ত্রীর।

Flood News: ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ।গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ কিউসেক জল ছাড়া শুরু হয়েছে।আজ ভোর থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক। গত দু’দিন বৃষ্টি হয়নি, এর ফলে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। বৃষ্টি না হলে, জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে আরও কমানো হবে বলে DVC জানিয়েছে। ডিভিসির ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, এটা ম্য়ান মেড বন্য়া, পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়ে দিয়েছে। পাল্টা বিরোধী দলনেতা বললেন, বাঁধগুলোই কমজোরি, তাই বন্য়ার জন্য় মুখ্য়মন্ত্রীই দায়ী। নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা তৈরি হয়েছে। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola