Ananda Sakal : নাম করে বিচারপতিকে আক্রমণ তৃণমূলের
ABP Ananda | 16 Dec 2022 10:06 AM (IST)
বৃহস্পতিবার নাম করে বিচারপতিকে আক্রমণ করেছে তৃণমূল। তবে এই আক্রমণের সুর ধাপে ধাপে চড়ছিল অনেকদিন থেকেই। এর আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও বিচারপতিদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন।