আনন্দ সকাল (১) : সামনে এল মণীশ শুক্ল হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ, কোথায় পালাল শার্ট শ্যুটাররা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2020 10:04 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মণীশ শুক্ল হত্যাকাণ্ডে শার্প শ্যুটারদের খোঁজে ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালাল সিআইডি। ওই দলে ছিলেন টিটাগড় থানার কয়েকজন তদন্তকারী অফিসারও। গোয়েন্দাদের অনুমান, গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালাতে পারে শার্প শ্যুটাররা। সেই জন্য ইতিমধ্যেই সীমান্তবর্তী থানাগুলিতে খুনের সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হয়েছে। টিটাগড়ের বিজেপি নেতা হত্যাকাণ্ডে ইতিমধ্যে টিটাগড় থেকে ২ অর্জুন ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। মণীশের বাবার দায়ের করা এফআইআরে ব্যারাকপুর, টিটাগড়ের পুর প্রশাসকের নাম রয়েছে। যদিও তৃণমূলের দাবি, এলাকায় বিজেপি কোণঠাসা হয়ে পড়েছে, তাই পরিকল্পিতভাবে এই খুনে তাদের নেতাদের নাম জড়ানো হয়েছে।
মণীশ শুক্ল খুনে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে দেখা যাচ্ছে, চায়ের দোকানের সামনে সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে মণীশ।পাশেই তাঁর স্করপিও গাড়ি...গাড়ির বাঁ দিকের সামনের দরজা খোলা। ঠিক এই সময়ে মণীশের কাছে এল একটা মোটর বাইক।...বাইকের পিছনে বসা যুবক মণীশকে লক্ষ্য করে গুলি চালাল! ঠিক এরপরই মণীশের কার্যত পাস থেকে দাঁড়ানো এক যুবক, মণীশকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করল। তারপর একটি বাইকে চেপে শূন্যে গুলি চালাতে চালাতে পালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে দাবি, বাবার খুনের বদলা নিতেই মণীশকে খুন করিয়েছেন খুররম! যদিও, এই দাবি মানতে নারাজ বিজেপি।
মণীশ শুক্ল খুনে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে দেখা যাচ্ছে, চায়ের দোকানের সামনে সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে মণীশ।পাশেই তাঁর স্করপিও গাড়ি...গাড়ির বাঁ দিকের সামনের দরজা খোলা। ঠিক এই সময়ে মণীশের কাছে এল একটা মোটর বাইক।...বাইকের পিছনে বসা যুবক মণীশকে লক্ষ্য করে গুলি চালাল! ঠিক এরপরই মণীশের কার্যত পাস থেকে দাঁড়ানো এক যুবক, মণীশকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করল। তারপর একটি বাইকে চেপে শূন্যে গুলি চালাতে চালাতে পালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে দাবি, বাবার খুনের বদলা নিতেই মণীশকে খুন করিয়েছেন খুররম! যদিও, এই দাবি মানতে নারাজ বিজেপি।