Ananda Sokal: আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তুলতে জালিয়াতি। ৫টি ফৌজদারি মামলা দায়ের
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছে নিউ ইয়র্কের জেলা আদালত। ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। গৌতম আদানি, তাঁর ভাইপো সাগপর সহ ৮ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়।
'আদানিকে আজই গ্রেফতার করতে হবে' । সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে' প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন' । সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়' , 'কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাঁকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী', অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে', মার্কিন এজেন্সি বলছে, ভারতে আদানি ঘুষ দিতে চেয়েছেন', '২ হাজার কোটির কেলেঙ্কারি করেছেন আদানি', কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার করা হবে না', কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন', আদানিকে আগে গ্রেফতার করা হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়', 'আদানি ভরতে রোজ দুর্নীতি করছেন, মার্কিন এজেন্সি FBI বলেছে' । আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন', আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর', মোদি এবং আদানি, দুজনেই দুর্নীতিগ্রস্ত' 'বিজেপি দলটিই আদানির টাকায় চলে', সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন', 'গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক-অর্থনৈতিক-আমলাতান্ত্রিক দুর্নীতি', মন্তব্য রাহুল গাঁধীর।