Ananda Sokal:শেষ দফা ভোটের আগে ফের খাস কলকাতায় 'আক্রান্ত' সিপিএম, আর কী আনন্দ সকালে?ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ দফা ভোটের আগে ফের খাস কলকাতায় 'আক্রান্ত' সিপিএম। গাঙ্গুলিবাগানে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত সিপিএম কর্মী বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ওই সিপিএম কর্মী। অভিযোগ, সেই সময় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে বুথ এজেন্ট হিসেবে বসতে নিষেধ করেন। নিষেধ মানবেন না বলায় ওই সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্য দিকে, ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ। অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয়। অঞ্চল সভাপতি হবিবুর রহমান, তাঁর ছেলে মেহেবুর রহমান সহ চার জন আহত হয়েছেন।