Suvendu Adhikari: বেলগাছিয়ায় শুভেন্দুকে ঢুকতে পুলিশের বাধা ঘিরে তুলকালাম

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: বেলগাছিয়ায় শুভেন্দুকে ঢুকতে পুলিশের বাধা ঘিরে তুলকালাম। ববি ফিরতেই বেলগাছিয়ায় শুভেন্দু। পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ। অ্যাম্বুল্যান্স নিয়ে বিধানসভায় হাজির সজল।
বাঁধাকপির নীচে বিদেশি মদের বোতল! শিলিগুড়িতে গাড়ি ও পিক আপ ভ্যান আটকাল পুলিশ
বাঁধাকপির নীচে বিদেশি মদের বোতল! শিলিগুড়িতে গাড়ি ও পিক আপ ভ্যান আটকাল পুলিশ। দুটি গাড়ি থেকে উদ্ধার হল ৭২ পেটি বিদেশি মদ। চার পাচারকারীকে গ্রেফতার করেছে রাজ্য আবগারি দফতর। ধৃতরা বিহারের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে অভিযান চালায় জলপাইগুড়ি ডিভিশনের আবগারি দফতরের আধিকারিকরা। ভোর সাড়ে ৫টা নাগাদ শিলিগুড়ির চম্পাসারি এলাকায় মহানন্দা ব্রিজের ওপর প্রথমে একটি গাড়ি আটকানো হয়। এর পিছনেই ছিল পিক আপ ভ্যান। দুটি গাড়ি থেকে উদ্ধার হয় ৭২ কার্টন বিদেশি মদ। যার বাজারমূল্য ১৬ লক্ষ ২০ হাজার টাকা। সিকিম থেকে বিহারে মদ পাচার করা হচ্ছিল বলে আবগারি দফতরের অনুমান।