Ananda Sokal: কসবা কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। মাস্টার মাইন্ড কি শুধুই গুলজার?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনার পর, ক্রমেই সামনে আসছে বাইপাস লাগোয়া জমি দখলের তত্ত্ব। আর এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে, দুহাজার তেরো সালে,
বাইপাস লাগোয়া ধাপা-মাঠপুকুর এলাকার একটা ঘটনা। আটান্ন নম্বর ওয়ার্ডে জমির দখল নিয়ে ঝামেলার জেরে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অধীর মাইতি। ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ
কাউ। এই ঘটনা তোলপাড় ফেলেছিল রাজ্য় রাজনীতিতে। আজ এতগুলো বছর পরেও, জমি দখলের লড়াই বন্ধ না হওয়ায় আক্ষেপের সুর নিহত তৃণমূল নেতার পরিবারের গলায়।
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়।
স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।