আনন্দ সকাল (৩): 'লোকসভা ভোটে বিজেপিকে সাহায্য করেছিলেন সিপিএমের অনেকে', অমিত শাহের চাঞ্চল্যকর দাবি ঘিরে রাজনৈতিক চাপানউতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2020 10:15 AM (IST)
দলে যোগ না দিলেও, গত লোকসভা ভোটে বিজেপিকে সাহায্য করেছিলেন সিপিএমের অনেকে। বাঁকুড়ার সাংগঠনিক সভায় চাঞ্চল্যকর দাবি অমিত শাহের। এতদিনে বুঝেছে, লোকসভা ভোটে ওরা নিজেদের ভোটে জেতেনি, কটাক্ষ তৃণমূলের। এনিয়ে অমিত শাহকে আক্রমণ করেছে সিপিএমও।