Morning News: ‘সংসার বড়, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়’, দিল্লি যাওয়ার আগে জানালেন Dilip
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলির (Hooghly) চাঁপদানিতে গুলিবিদ্ধ বিজেপি (BJP) কর্মী। গতকাল রাত ৯টা নাগাদ ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর ডান হাতে গুলি লাগে। আহত ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যায় চন্দননগর কমিশনারেটের পুলিশ। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির দাবি, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। এদিকে রাজ্যের বিজেপি (BJP) নেতাদের দিল্লিতে (Delhi) তলব করা হয়েছে। গতকাল রাতেই দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাহুল সিনহারা (Rahul Sinha) রাজধানীতে গিয়েছেন। প্রার্থী পছন্দ না হওয়ায় হেস্টিংসে গত কয়েকদিন ধরে বিজেপি কর্মী-সমর্থকদের লাগাতার বিক্ষোভ চলছে। যদিও এই প্রসঙ্গে রাহুল সিনহার দাবি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, সংসার বড় হয়েছে, তবে সবাই প্রার্থী হতে চাইলে তো আর তা সম্ভব নয়।
অন্যদিকে কলকাতায় ভোটের দিন এখনও অনেকটাই দেরি। তবু আজ থেকেই ভোট-প্রচারে মন দিয়েছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar)। তাঁর দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। প্রচারে এসে তিনি জানান, “আমাদের একটাই ইস্যু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাটট্রিক করাতে হবে। ১০ বছরে আমাদের সরকার যে কাজ করেছে, সেই পরিষেবা বজায় রাখতে হলে তাঁরা আমাদের সমর্থন করবেন।“
হুগলির চণ্ডীতলায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।