RG Kar News: 'ওখানে আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, আমার মেয়ের মুখ দেখতে দেয়নি', বললেন নির্যাতিতার মা | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: 'আমি সব হারিয়ে ফেলেছি, আমার মনের অবস্থা আমি বলে বোঝাতে পারব না। সেই দিন হাসপাতাল থেকে একজন ফোন করে বলেন আপনার মেয়ে অসুস্থ। তাঁকে বারবার জিজ্ঞাসা করায় সে বলে আমি কি ডাক্তার? আমি বলতে পারিনা। তারপর সুপার বলেন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ওখানে আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, আমার মেয়ের মুখ দেখতে দেয়নি। সেদিন আমাদের খুব হেনস্থা হতে হয়েছিল । আমাদেরকে খুব চাপে রেখেছিল, মেয়ের গাড়িও ভাঙার চেষ্টাও করেছিল পুলিশ। খুব তাড়াহুড়ো করেছিল আমাদের বার করে দেওয়া জন্য। তখন ওদের বলি যে আমার মেয়ের গাড়িটা খুব প্রিয় ছিল দয়া করে ওটাকে ভাঙবেন না। তারপর কোনও রকমে সব শেষ হল। সব হারিয়ে ফেলেছি।' ', বললেন নির্যাতিতার মা।
আর জি কর মেডিক্য়ালে (R G Kar News) নারকীয় ঘটনায় এবার তরুণী চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী। বললেন, রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় চিকিৎসকের কোনও খোঁজ পাওয়া গেল না, অথচ কেউ কোনও খোঁজ নিল না কেন? ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, এদিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।