Bangladesh: বৈঠকের পরও অব্যাহত হিন্দু বিদ্বেষী ক্রিয়াকলাপ । অশান্তির অবসান চায় বাংলাদেশ? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE: বিদেশসচিব পর্যায়ের বৈঠকের পরও সোশাল মিডিয়ায় সামনে আসছে বাংলাদেশের নানা হিন্দু বিদ্বেষী ক্রিয়াকলাপের ছবি। তাতে দেখা যাচ্ছে, কোথাও মঠের সামনে জমি দখলমুক্ত করার দাবিতে প়ড়ছে পোস্টার, কোথাও 'শাহজালালের বাংলায় নো-বিফের ঠাঁই নাই' পোস্টার হাতে চলছে সমাবেশ। যার জেরে প্রশ্ন উঠছে, আদৌ অশান্তির অবসান চায় বাংলাদেশ?
আরও খবর..
এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে উঠল আবাস-দুর্নীতির অভিযোগ। যাকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে বিঁধল বিজেপি। অনৈতিকভাবে কারও নাম বাংলার বাড়ি তালিকায় অন্তর্ভূক্ত হলে বাদ দেওয়া হবে। অস্বস্তির মুখে সাফাই শোনা গেল জেলা তৃণমূল নেতৃত্বের মুখে।
একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ্যোতিপ্রিয় মল্লিক রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করল ইডি। পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।