Arvind Kejriwal: দিল্লির ক্ষেত্রে যা বলা হচ্ছে, বাংলাতেও তা প্রযোজ্য় নয় কি? প্রশ্ন রাজ্যের বিজেপি নেতাদের | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
23 Mar 2024 12:43 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: আবগারি দুর্নীতির অভিযোগে, দিল্লির মুখ্য়মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। এই প্রেক্ষাপটে এরাজ্য়ের বিজেপি নেতারা প্রশ্ন তুলছে, দিল্লির ক্ষেত্রে যা বলা হচ্ছে, বাংলাতেও তা প্রযোজ্য় নয় কি? পাল্টা সিপিএম-কংগ্রেস আবার প্রশ্ন তুলছে, দিল্লিতে ED-র যে তৎপরতা, তা বাংলায় উধাও কি সেটিংয়ের জন্য়?