ফর্মে ৩২টি তথ্য সংগ্রহ! সিএএ, এনআরসি আতঙ্কে কম্পিউটার প্রশিক্ষকের বাড়িতে আজ ফের হামলা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএএ-এনআরসি আতঙ্কে ফের বীরভূমের মল্লারপুরে কম্পিউটার প্রশিক্ষকের বাড়িতে হামলা। মহিলা প্রশিক্ষককে ঘিরে বিক্ষোভ। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় গ্রামের মহিলাদের কম্পিউটার ও মোবাইলে ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে বেশ কয়েকটি বেসরকারি এজেন্সি। স্থানীয় সূত্রে খবর, সিএএ-এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াতেই গ্রামবাসীদের সন্দেহ হয়, প্রশিক্ষণের আড়ালে তথ্য সংগ্রহের কাজ চলছে। তার জেরে আজ সকালে মেহেদিপুর গ্রামে বেসরকারি সংস্থার মহিলা প্রশিক্ষকের বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। একই কারণে গতকাল মল্লারপুরের গৌরবাজার গ্রামে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেখানে এক মহিলা প্রশিক্ষকের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।