Murshidabad: ফের শিরোনামে মুর্শিদাবাদে মন্দির-মসজিদ তৈরির ঘোষণা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে রামমন্দির তৈরির শিলান্যাস হবে ২২ জানুয়ারি। আজ ঘোষণা করে দিল নতুন গঠিত হওয়া বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্ট। অন্যদিকে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর তৈরির দিনক্ষণ ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সব মিলিয়ে ফের শিরোনামে মুর্শিদাবাদে মন্দির-মসজিদ তৈরির ঘোষণা।
পাসপোর্ট জালিয়াতি চক্রের আরও একজনকে বারাসাত থেকে গ্রেফতার করল পুলিশ
এদিকে, এবার মুহুরি পরিচয়েও জালিয়াতি। পাসপোর্ট জালিয়াতি চক্রের আরও একজনকে বারাসাত থেকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের দাবি, রীতিমতো রেট চার্ট তৈরি করে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে বাংলাদেশের নাগরিকদের আধার কার্ড, প্যান কার্ড, জন্মের শংসাপত্রের মতো নথি তৈরি করে দিতেন ধৃত সমীর দাস। যদিও ধৃত মুহুরি নয় বলেই জানিয়েছেন পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত।
মালদায় তৃণমূল নেতা খুন হতেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে গতবছর সেপ্টেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। নিরাপত্তাও তুলে নেওয়া হয়। নিরাপত্তারক্ষী ফেরানোর আবেদন করে পুলিশ সুপারকে ইমেল করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।