West Bengal News: একের পর এক খুনের ঘটনায়, ভিনরাজ্য়ের সুপারি কিলারের যোগ | ভিনরাজ্য়ের 'সুপারি' এখন সংস্কৃতি ? | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP ANANDA LIVE: মালদার তৃণমূল নেতা, দুলাল সরকার খুনের তদন্তে, উঠে আসছে ভিনরাজ্য়ের যোগ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের মুখে শোনা গেছে বিহারের কাটিহারের বাসিন্দা তিনজনের নাম। তবে এটা এই প্রথম নয়। এরাজ্য়ের একের পর এক খুনের ঘটনায়, ভিনরাজ্য়ের সুপারি কিলারের যোগ সামনে এসেছে। দুমাস আগে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় মূল অভিযুক্ত ছিল বিহারের বাসিন্দা। বিটি রোডের ওপর বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় দুই সুপারি কিলার গ্রেফতার হয়েছিল পাঞ্জাব থেকে। কংগ্রেস কাউন্সিলর তপন কানদুর খুনের ঘটনায় এক ভাড়াটে খুনি ধরা পড়েছিল ঝাড়খণ্ড থেকে। যা দেখে প্রশ্ন উঠছে, ভিনরাজ্য় থেকে সুপারি কিলার নিয়ে এসে খুন করানোটা কি এরাজ্য়ের নতুন সংস্কৃতি হয়ে উঠছে? আর তৃণমূলই যদি তৃণমূলকে এভাবে মারে, তাহলে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে কী করে!
Continues below advertisement